• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে তরুণ শক্তি’ 

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে তরুণ শক্তি। 
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শনিবার হলিক্রস কলেজ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান স্পিকার। 

ঊষার দুয়ারে হানি আঘাত, তরুণরাই আনিবে রাঙা প্রভাত উল্লেখ করে তিনি বলেন, তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর।

স্পিকার বলেন, ১৯৪৮ থেকে ’৫২ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, এরপর ’৬২- এর শিক্ষা আন্দোলন, ’৬৬- এর ৬ দফা, ’৬৯ এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন- ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ। এ সুদীর্ঘ যাত্রায় বঙ্গবন্ধু বারবার কারারুদ্ধ হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। বরং সদর্পে বজ্রকণ্ঠে উচ্চারণ করেছিলেন- ‘৭ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না’। তাইতো বাঙালি পেয়েছে ভাষা, পেয়েছে মহান স্বাধীনতাসহ বিশ্বসেরা অনন্য সংবিধান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –